SEO কি? SEO কিভাবে করবো? SEO Full Guidelines - ThemeXBD

SEO কি / What Is SEO?

Seo কি? Bangla seo tipa, blogger seo tips, seo rank, seo blogger post, SEO কিভাবে শিখবো,Seo শিখতে কতদিন লাগবে,Seo করে কত টাকা আয় করা যায়,Seo কিভাবে করবো,Seo এর মানে কি,Seo শেখার সহজ উপায়,Seo তে ক্যারিয়ার,এসইও শিখুন,,what is seo, how to learn seo bangla, খুব সহঝে seo শিখুন, seo কিভাবে করবো,seo ki,seo ki full form,সি ইউ কি,ইউটিউব seo কি,seo কাজ,what is seo writing,what is seo marketing,what is seo content writing,what is seo bangla,what is seo course,what is seo in youtube,what is seo article writing,what is seo in freelancing,what is seo expert,what is seo executiv,what is seo eunkwang mbti,what is seo experience,what is seo explain,what is seo etsy,what is seo example,what is seo ecommerce,what is seo friendly content,what is seo friendly,what is seo for website,what is seo full form,what is seo for youtube,what is seo, for,what is seo friendly website,what is seo friendly url,what is seo google,what is seo google analytics,what is seo godaddy,what is seo grade in civil service,what is seo google adwords,what is seo guide,what is seo hindi,what is seo how does it work,what is seo html,what is seo how to do it

Seo Basic: 

Table Of Content(toc)

Search engine optimization এর সংক্ষিপ্তরূপ হলো SEO যে পদ্ধতিতে কোনো ওয়েবসাইটকে Search Engine ( Google,Yahoo, Bing etc)  -এর প্রথম পৃষ্ঠায়  নিয়ে আসার জন্য যে পদ্ধতি অবলম্বন করা  হয় তাকে SEO বলা হয়।


SEO প্রকারভেদ:

সার্চ ইন্জিন অপটিমাইজেশন বা SEO প্রধানত ২ ধরনের - 

  • অন পেজ Seo (যেটা সাইটের ভিতরেই করা হয় যেমন টাইটেল ট্যাগ, কন্টেন্ট, কিওয়ার্ড ইত্যাদি প্রাসঙ্গিক হওয়া ) 
  • অফ পেজ Seo (যেটা সাইটের বাইরে করা হয় যেমন ব্লগ, ফোরাম পোস্টিং)

SEO কিভাবে করবো? 

Bangla seo tipa, blogger seo tips, seo rank, seo blogger post, SEO কিভাবে শিখবো,Seo শিখতে কতদিন লাগবে,Seo করে কত টাকা আয় করা যায়,Seo কিভাবে করবো,Seo এর মানে কি,Seo শেখার সহজ উপায়,Seo তে ক্যারিয়ার,এসইও শিখুন,,what is seo, how to learn seo bangla, খুব সহঝে seo শিখুন, seo কিভাবে করবো,seo ki,seo ki full form,সি ইউ কি,ইউটিউব seo কি,seo কাজ,what is seo writing,what is seo marketing,what is seo content writing,what is seo bangla,what is seo course,what is seo in youtube,what is seo article writing,what is seo in freelancing,what is seo expert,what is seo executiv,what is seo eunkwang mbti,what is seo experience,what is seo explain,what is seo etsy,what is seo example,what is seo ecommerce,what is seo friendly content,what is seo friendly,what is seo for website,what is seo full form,what is seo for youtube,what is seo, for,what is seo friendly website,what is seo friendly url,what is seo google,what is seo google analytics,what is seo godaddy,what is seo grade in civil service,what is seo google adwords,what is seo guide,what is seo hindi,what is seo how does it work,what is seo html,what is seo how to do it

Backlink Seo 

অন্য একটা সাইটে আপনার সাইটের লিংক থাকলে এটা আপনার সাইটের জন্য ব্যাকলিংক হতে পারে এই লিংক আপনার সাইটের হোমপেজ বা অন্য কোন পেজ এর লিংক। ব্যাকলিংক কে ইনকামিং লিংক বা ইনবাউন্ড লিংকও বলে।


utbound link Seo

আউটবাউন্ড লিংক হচ্ছে ব্যাকলিংকের বিপরীত অর্থ্যাৎ অন্য সাইটের লিংক যদি আপনার সাইটে থাকে। Outbound link কে Out going link ও বলে।

Internal Link Seo

এটা হচ্ছে আপনার সাইটেই এক পেজে অন্য পেজের লিংক। এটা অত্যন্ত গুরত্বপূর্ন। যেমন আপনার সাইট এ যদি ধারাবাহিক টিউটোরিয়াল থাকে তাহলে একপেজ থেকে তারপরের পেজে যাওয়ার জন্য আগের পেজে অ্যাংকর টেক্সট দিয়ে লিংক দিবেন। এটা আপনার সাইটের ব্যাকলিংক হিসেবে কাজ করবে। এতে Page rank বাড়ে। উইকিপিডিয়ার সাইটে দেখবেন প্রতি লাইনেই কতগুলি করে তাদেরই সাইটের লিংক থাকে।

Meta Description Seo

মেটা (<meta>) ট্যাগ এর “description” এ পেজে কি আছে তা সম্পর্কে সংক্ষেপে লিখুন। এটা Google এবং সকল Search Engine কে একটা ধারনা দেয় যে এই পেজে কি আছে। এই বর্ননা ২/৩ লাইনের মধ্যে দিতে পারেন। মেটা বর্ননাকে গুগল আপনার ওই পেজটার কন্টেন্টের সারাংশ হিসেবে ধরতে পারে। ধরতে পারে এজন্য বলা হয়েছে কারন ইউজার যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সেটার সাথে যদি সরাসরি পেজ কন্টেন্টের কোন অংশের সাথে বেশি মিলে যায় তাহলে সেই অংশ গুগল সার্চ রেজাল্টে দেখাতে পারে।

Heading Tag Seo 

হেডিং ট্যাগের মধ্যেকার লেখাগুলি সাধারন লেখার চেয়ে একটু বড় করে দেখায়। হেডিং ট্যাগ ব্যাবহার করার সময় গুরত্বপূর্নতার ক্রম অনুসরণ করুণ। অর্থাৎ সব থেকে বেশি গুরত্বপূর্ন শিরোনামের জন্য <h1> ট্যাগ, তার থেকে কিছু কম গুরত্বপূর্ন শিরোনামের জন্য <h2> ট্যাগ, আবার তার থেকেও কিছু কম গুরত্বপূর্ন শিরোনামের জন্য <h3> ট্যাগ, এভাবে <h6> ট্যাগ পর্যন্ত।


Image Alt Attribute Seo

ওয়েব সাইটে কোন ছবি দিলে অবশ্যই alt এট্রিবিউট ব্যাবহার করে ছবি সম্পর্কিত বর্ননা দেয়া উচিৎ। কোন কারনে যদি ছবি লোড না হয় বা দেরি হয় তখন alt এট্রিবিউটের লেখাটি ছবির জায়গায় দেখাবে। যখন ছবিকে লিংক হিসেবে ব্যাবহার করেন তখন এই alt টেক্সট অ্যাংকর টেক্সটের কাজ করে।

ছবির মাধ্যমে খুব বেশি লিংক দেয়া ঠিক নয় বরং যদি দিতেই হয় তাহলে alt এট্রিবিউট এ তার বর্ননা দেয়া উচিৎ এতে সার্চ ইঞ্জিন ওই ছবিকে পড়তে পারে। 

গুগলে URL সাবমিট

গুগলে সাইটের URL সাবমিট করার জন্য নিচের লিংকে যান -

http://www.google.com/addurl/

এখানে URL বক্সে সাইটের URL এবং comments বক্সে সাইট সম্পর্কে সংক্ষিপ্ত বর্ননা দিয়ে Add URL বাটনে ক্লিক করলেই গুগল ওয়েব সাইটটি crawl করা শুরু করবে।

“dofollow” এবং “nofollow”

বিভিন্ন বিখ্যাত ব্লগ, ফোরাম, সামাজিক যোগাযোগের সাইটে নিবন্ধন করে আপনার সাইট সম্পর্কে পোস্ট দিন। যেহেতু এই সাইটগুলিতে প্রতিদিন প্রচুর ভিজিটর আসে তাই তারা আপনার সাইটের খবর পেয়ে যাবে। ফোরামে স্বাক্ষর হিসেবে নিজের সাইটের লিংক ব্যাবহার করুন। তাহলে যত পোস্টে মন্তব্য করবেন সবখানে আপনার সাইটের লিংক থাকবে। বিশেষ করে “dofollow” সাইটে বেশি পোস্ট বা মন্তব্য করুন। ফলে আপনার সাইটের ট্রাফিকতো বাড়বেই পাশাপাশি গুগল আপনার লিংকটি গগনা করবে। আর যদি “nofollow” সাইটে পোস্ট/মন্তব্য করেন তবে ট্রাফিক পাবেন কিন্তু গুগল আপনার লিংক গুনবে না।

কোন ব্লগ বা সাইট বা ফোরাম “dofollow” কিনা তা দেখতে ঐ সাইটের এমন কোন পোস্টে যান যেখানে মন্তব্যে কোন লিংক আছে, এবার এই পেজের সোর্স কোড দেখুন (ফায়ারফক্সে রাইট বাটন ক্লিক করে view page source). এখানে খুজে দেখুন লিংকের সাথে “nofollow” আছে কিনা, যদি থাকে তাহলে এটা “nofollow” সাইট আর “nofollow” বা “dofollow” কিছুই লেখা না থাকলে “dofollow” সাইট। যেমন সামহোয়ারইন ব্লগের পোস্ট "dofollow"

সামহোয়্যারইন ব্লগপোস্ট “dofollow” কিন্তু মন্তব্য “nofollow” মন্তব্যে লিংক আছে এমন পোস্ট এর সোর্স দেখবেন target=’_blank’ এর পর “nofollow” লেখা আছে।

ফায়ারফক্সে কয়েকটা এক্সটেনশন আছে যেগুলি ইনস্টল দিলে তারাই ব্রাউজিং এর সময় বলে দেয় কোনটা “dofollow” আর কোনটা “nofollow” সাইট. NoDofollow নামের এডঅনটি দিয়ে এই সুবিধা পেতে পারেন।


Tag : 

Seo Tips,
এসিও কি, 
seo করার নিয়ম,
Seo best way, 
Blogger Seo,

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.